কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এবার আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রাক প্রস্তুতি ম্যাচে ফের ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তির লড়াই দেখবে ফুটবল বিশ্ব।
ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল
আগামী নভেম্বরে শুরু হবে এবারের ফুটবল বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ভেন্যু মেলবোর্ন স্টেডিয়ামে চলতি বছরের ১১ জুন মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ভিক্টোরিয়া সরকার।
মেলবোর্নে পাঁচ বছর আগে একটি প্রীতি ম্যাচে এই দুই দল একে অন্যের মোকাবেলা করেছিল। ৯৫ হাজারের বেশি দর্শক মাঠে বসে সেই ম্যাচ উপভোগ করেছে। অস্ট্রেলিয়ার ট্যুরিজম, স্পোর্টস অ্যান্ড মেজর ইভেন্টস মন্ত্রী মার্টিন পাকুলা গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে মেলবোর্নে আর্জেন্টিনা এবং ব্রাজিল একটি ম্যাচ খেলবে।’
‘বিশ্বের অন্যতম সেরা দুটি দলের লড়াই সেরা ক্রীড়া শহর এবং অস্ট্রেলিয়ার ইভেন্ট রাজধানী হিসেবে আমাদের অবস্থান আরও শক্ত করবে। ফুটবলের জনপ্রিয়তার কারণে মেলবোর্নের দিকে সবার লক্ষ্য থাকবে। সেই সাথে ভিক্টোরিয়ার প্রতি অনেকেই আকৃষ্ট হবেন। যোগ করেন পাকুলা।