রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে সরাসরি কথা বলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সুর পাল্টে পিএসজিতে থেকে যাওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। তাই এই ফরোয়ার্ডর ভবিষ্যৎ নিয়ে বাড়তি আগ্রহ ছিল সবার। অবশেষে এমবাপ্পে জানালেন, আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন সে সিদ্ধান্ত তিনি প্রায় চূড়ান্ত করেছেন।
কিলিয়ান এমবাপ্পে
পিএসজির সাথে আগামী জুনে চুক্তি শেষ হবে এমবাপ্পের। সময় ঘনিয়ে আসলেও নতুন চুক্তি করেননি। বারবার প্যারিসের ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রিয়াল মাদ্রিদকে ২৩ বছর বয়সী খেলোয়াড়ের ভবিষ্যৎ হিসেবে ধরে নেওয়া হয়েছিল। এটা সত্য হবে কি না, সেই ঘোষণা খুব দ্রুতই দিতে চান সাবেক মোনাকো তারকা।
চলমান লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। যেখানে টানা তৃতীয়বারের মতো মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এমবাপ্পে। সেই অনুষ্ঠানে দলবদল নিয়ে বিস্তারিত কথা বলেছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। তিনি বলেন, ‘ভবিষ্যৎ সিদ্ধান্ত প্রায় ঠিক করে ফেলেছি। শিগগিরই এটা জানাবো।’
পিএসজির নতুন চুক্তির প্রস্তাবে রাজি হননি তারকা ফরোয়ার্ড
কোন ক্লাবে যাচ্ছেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি এমবাপ্পে, ‘পিএসজির হয়ে খেলা সবসময়ই একটি বিশাল আনন্দের বিষয়। হয়তো আমি এই ক্লাবটিতে থাকলে খুশি হব। আবার অন্য কোথাও এটা হতে পারে। হতে পারে অন্য কোনো নতুন প্রকল্পের সাথে।’
টানা তৃতীয়বারের মতো লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে সম্মানিত বোধ করছেন এমবাপ্পে। এমন পারফরম্যান্স অব্যাহত রাখতে চান ফরাসি তারকা, ‘টানা তৃতীয়বারের মতো সেরার পুরস্কার জেতা অবিশ্বাস্য। আমি পিএসজিতে আমার সকল সতীর্থ, কোচ এবং পর্দার আড়ালে কাজ করা সমস্ত লোককে ধন্যবাদ জানাতে চাই।’
‘আমরা দশম শিরোপা জিতে গর্ববোধ করছি। এই মৌসুমে আগের চেয়ে অনেক বেশি প্রশংসা অনুভব করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার পারফরম্যান্স অব্যাহত রাখবো। কখনই সন্তুষ্ট হতে চাই না।’ যোগ করেন এমবাপ্পে।