advertisement
আপনি পড়ছেন

মাওরিসিও পচেত্তিনোকে ছেড়ে দিবে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি। তার আগে চুক্তি অনুযায়ী ক্লাবের কাছে দেড় কোটি ইউরো পাবেন আর্জেন্টাইন কোচ। এই পাওনার কমে ফরাসি জায়ান্ট শিবির ছাড়তে রাজি নন তিনি। এমনটা দাবি করেছে ইউরোপের একাধিক প্রচারমাধ্যম।

mauricio pochettino 4মাওরিসিও পচেত্তিনো

ফরাসি লিগ ওয়ানে গত এক দশক ধরেই রাজত্ব করে আসছে পিএসজি। মূলত অধরা উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলতেই পচেত্তিনোকে হট সিটে বসায় ক্লাবটি। কিন্তু সাবেক তারকা খেলোয়াড়ের অধীনে দুই মৌসুমের মধ্যে একবারও ইউরোপ সেরার মঞ্চের ফাইনাল খেলতে পারেনি পিএসজি।

গত মৌসুমে রানার্সআপ হওয়ার পর সদ্য সমাপ্ত মৌসুমে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করেছে পিএসজি। অন্যদিকে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকেই। বিরক্ত হয়ে হেড কোচকে ছাঁটাই করতে উঠে পড়ে লেগেছে ক্লাবটি।

গত বছরের ২ জানুয়ারি আড়াই বছরের চুক্তিতে পচেত্তিনোকে নিয়োগ দেয় পিএসজি। এর মধ্যে অতিবাহিত হয়েছে কেবল দেড় বছর। এ অবস্থায় এক কোটি ইউরো দিয়ে হলেও আর্জেন্টিনার সাবেক তারকাকে বিদায় করতে চাইছে পিএসজি। তাতে রাজি করানো যাচ্ছেন না পচেত্তিনোকে।

উল্লেখ্য, নিসের হেড কোচ ক্রিস্টোফে গালতিয়েরকে পচেত্তিনোর স্থলাভিষিক্ত করার পথে অনেকটা এগিয়ে গেছে পিএসজি। যদিও শুরুতে গুঞ্জন ওঠে, জিনেদিন জিদানকে গুরুদায়িত্ব দিতে চায় জায়ান্টরা।