advertisement
আপনি দেখছেন

নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া টুর্নামেন্ট এসএ গেমসের ১৩তম আসরের উদ্বোধন হয়েছে পরশু। কাল থেকে খেলা শুরু হলে প্রথম দিনে তিন ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। আজ প্রথম স্বর্ণের দেখা পেল বাংলাদেশ।

dipu chakma

তায়কোয়ান্দোতে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন দীপু চাকমা। পুমসে ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেরা হয়েছেন তিনি।

গতকাল বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার। কারাতের একক ইভেন্টে ব্রোঞ্জ জেতেন এই কিশোরী। পরে একই ইভেন্টে পুরুষ বিভাগে ব্রোঞ্জ জেতেন হাসান খান। কারাতের দলগত ইভেন্টেও পরে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।

এবারের টুর্নামেন্টে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এসএ গেমসের জন্য এবার ৫৯৫ জনের বিশাল বহর পাঠিয়েছে বাংলাদেশ। এদের মধ্যে ৪৬২ জন ক্রীড়াবিদ বাকি ১৩৩ জন কর্মকর্তা।