advertisement
আপনি দেখছেন

অলিম্পিকে জিতেছেন ৮টি গোল্ড, পৃথিবীর সর্বকালের সেরা ক্রীড়াবিদের একজন উসাইন বোল্ট। ভক্তরা ভালোবেসে ডাকেন লাইটিং বোল্ট নামে। জ্যামাইকান এই দৌড়বিদ এবার দিলেন বাবা হওয়ার সুখবর।

usainbolt2

সর্বকালের সেরা দৌড়বিদ বোল্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও আপলোড করে জানান, ‘অবশেষে সবাইকে জানাচ্ছি, আমি কন্যা সন্তানের বাবা হচ্ছি।’

৩৩ বছর বয়সী বোল্টের গার্লফ্রেন্ড কাসি বেনেটের গর্ভে আসছে ফুটফুটে এক কন্যা সন্তান। জ্যামাইকান বিদ্যুৎ নামে খ্যাত এই দৌড়বিদ সোমবার এক পার্টিতে ঘোষণা করেছেন মেয়ের বাবা হওয়ার খবরটি।

বেনেটের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল বোল্টের। অবশেষে এই দম্পতি সুখবর দিলেন সবাইকে। তাদের এই পার্টিটি হয়েছে জ্যামাইকার কিংস্টনে পিটার রকে। পার্টিতে অতিথি হিসেবে ছিলেন বেশ কয়েকজন তারকা।

sheikh mujib 2020