advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের প্রভাবে এবার স্থগিত করা হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসর। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে এ নির্দেশ দেন তিনি।

bangabondhu bangladesh games

ক্রীড়া প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানান, বাংলাদেশ গেমসে অনেক মানুষের সমাগম হবে। তাই এই সময়ে আসরটি আয়োজন না করতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আসরটি কবে নাগাদ শুরু হবে তা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নাম দেয়া হয় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’। আসরটি আগামী ১-১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই আসরে মোট ৩১টি ডিসিপ্লিন প্রতিযোগীদের অংশ নেওয়ার কথা।

sheikh mujib 2020