আপনি পড়ছেন

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকর। গতকাল শনিবার এনডিএ-র প্রার্থী জগদীপ উপ-রাষ্ট্রপ্রতি নির্বচনে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে বড় ব্যবধানে পরাজিত করেন। আগামী ১১ আগস্ট তিনি শপথ নেবেন। খবর হিন্দুস্তান টাইমস।

joydeep dhankharভারতের নতুন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর

ভারতের লোকসভার ৫৪৩ এবং রাজ্যসভার ২৪৫ জন সদস্য উপ-রাষ্ট্রপতি নির্বাচন করেন। তবে এই মুহূর্তে রাজ্যসভায় আটটি আসন খালি থাকায় ভোট দেওয়ার কথা ছিল ৭৮০ জনের। এর মধ্যে এনডিএ জোটের সদস্য সংখ্যা ৪৪১ জন। বিজেপির একারই রয়েছে ৩৯৪টি ভোট।

ভারতে উপ-রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ৩৭১টি ভোট। ফলে ধনখড়ই উপ-রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটা নিশ্চিতই ছিল। এর মধ্যে অন্যদের সমর্থন পেয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল পেয়েছেন ৫২৮টি ভোট, যা মোট ভোটের ৭০ শতাংশ। এর আগে বিদায়ী উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকেও ৬৮ শতাংশ ভোট পেয়ে উপ-রাষ্ট্রপতি হয়েছিলেন। ধনখড়ের বিপরীতে মার্গারেট পেয়েছে ২০০টি ভোট।

indian parliament 4ভারতের পার্লামেন্ট

জগদীপ ধনকর ৩০ জুলাই ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন। এর আগে ১৯৮৯ সালে নবম লোকসভায় জনতা দলের বিধায়ক ছিলেন তিনি। ১৯৯০ সালে কেন্দ্রীয় মন্ত্রী হন সুপ্রিম কোর্টের প্রখ্যাত এই আইনজীবী। পরে আরো কয়েকবার তিনি বিধায়ক নির্বচিত হন। ২০০৩ সালে তিনি বিজেপিতে যোগ দেন।

বর্তমান উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। এর পরদিন শপথ নেবেন জগদীপ ধনকর। পদাধিকার বলে তিনিই হবেন রাজ্যসভার চেয়ারম্যান।

২০১৮ সালে সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের বেতন মাসিক ৪ লাখ টাকা। তার বাড়ি, পরিবহণ, চিকিৎসা সংক্রান্ত সব খরচই কেন্দ্রীয় সরকার বহন করে। কখনও উপ-রাষ্ট্রপতিকে যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়, তখন যাবতীয় সুযোগ-সুবিধা ও বেতনও রাষ্ট্রপতির সমান হয়। আর অবসরের পরে তিনি মাসে দুই লাখ টাকা করে পেনশন পান।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.