advertisement
আপনি পড়ছেন

গত বছরের শেষ ভাগে গাড়ি চাপা মামলায় হাইকোর্ট কর্তৃক বেকসুর খালাস পেয়েছেন অভিনেতা সালমান খান। চলতি বছরের শুরুতে আরও এক মামলার রায় গেল বলিউডের ‘ভাইজানের’ পক্ষে। বেআইনি অস্ত্র রাখার মামলায় সালমান খানকে বেকসুর খালাস দিয়েছেন যোধপুর চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত। সাল্লু মিয়াকে নির্দোষ বলেছে আদালত।

Salman Khan

আজ বুধবার এই রায় ঘোষণা করেছেন আদালত। এর আগে গত ৯ জানুয়ারি নির্ধারন করা হয়েছিল সালমানের অস্ত্র মামলার রায় ঘোষণা করা হবে ১৮ জানুয়ারি। গত বছরের ৯ ডিসেম্বর থেকে এই মামলার যুক্তি-তর্ক উপস্থাপন চলছিল। মামলার রায় ঘোষণার জন্য গতকাল মঙ্গলবার যোধপুরে পৌঁছান সালমান খান।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হাইন’ ছবির শুটিং চলা কালে একটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান এমন অভিযোগ উঠে। আর যে অস্ত্র দিয়ে হরিণ হত্যা করেছিলেন তার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ফলে সালমানের বিরুদ্ধে অবৈধ্য অস্ত্র রাখার মামলাটি করা হয়। বন বিভাগের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল।