যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের হেয়ার স্টাইলের সঙ্গে ক্ষুদ্র একটি পতঙ্গের সাদৃশ্য থাকায় প্রেসিডেন্টের নামেই সেটার নামকরণ করা হলো! কানাডার গবেষক ভাজ্রিক নাজারি ক্যালিফোর্নিয়ায় নিওপালপা ডোনাল্ড 'ট্রাম্পি' নামে নামকরণ করা পতঙ্গটি আবিষ্কার করেছেন।
পতঙ্গটির মাথায় সোনালী রঙের ছোট ছোট পালক রয়েছে যা দেখতে অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো। এটির পাখার দৈর্ঘ্য প্রায় এক সেন্টিমিটার। দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে এই এটি দেখা যায়।
ট্রাম্পের নামে নামকরণের বিষয়ে ভাজ্রিক নাজারি বলেন, 'আশা করছি এতে করে ট্রাম্প পরিবেশগত বিষয়গুলোর প্রতি আরো উৎসাহী হবেন।'
তিনি এক বিবৃতিতে বলেন, 'আমি প্রত্যাশা রাখছি যুক্তরাষ্ট্রের ভঙ্গুর ইকোসিস্টেমের রক্ষণাবেক্ষণে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট যথাযথ গুরুত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের ইকোসিস্টেমে এখনো অনেক ধরণের অনাবিষ্কৃত প্রজাতি রয়েছে। এগুলোকে রক্ষা করা অত্যন্ত জরুরি।