অন্য সাত দেশের সাথে ইরানি নাগরিকদেরও যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে প্রবেশ নিষিদ্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের এই নিষেধাজ্ঞায় পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরানে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
মঙ্গলবার ইরানের পরাষ্ট্রমন্ত্রী জভেদ জারিফ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এখন থেকে কোন মার্কিনিকে আর ইরানি ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। তবে বিশেষ কোন ব্যাপার হলে পররাষ্ট্রমন্ত্রণালয় তা বিবেচনা করবে।
জাভেদ জারিফ সংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রে ইরানি নাগরিকদের প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা তা তিন মাসের মতো সাময়িক হলেও এটা ইরানসহ মুসলিম বিশ্বের জন্য অপমানের।
তিনি আরও বলেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র ইরানের জনগণের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে না নিবে, ততক্ষণ পর্যন্ত ইরানের জনগণের অধিকার রক্ষার্থে বাণিজ্যিক, রাজনৈতিক, আইনগত ও পাল্টা ব্যবস্থা চালিয়ে যাওয়া হবে।