নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের শ্রমিক দলের জেরেমি কোরবিন। তিনি বলছেন, আমেরিকা যতোদিন মুসলমানদের ভিসা বন্ধ রাখবে, ততোদিন তার যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা উচিত।
কোরবিন বলেন, ‘যুক্তরাজ্য অভিন্ন মূল্যবোদে বিশ্বাস করে। ট্রাম্প যুক্তরাজ্যের এই বিশ্বাসের উপর আঘাত হেনেছেন। তাকে যুক্তরাজ্যে আসতে দেয়া উচিত নয়। এমন কি যুক্তরাজ্যের উচিত কড়া ভাষায় ট্রাম্পকে স্পষ্ট করে বলে দেয়া যে, যুক্তরাজ্য তার সঙ্গে একমত নয়।’
এ দিকে কদিন আগে যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে। সাতটি মুসলিম দেশের নাগরিকদের তিন মাস ভিসা দেয়া হবে না বলে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন, সে বিষয়ে মে বলেছেন যে, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার।
এরপর কড়া সমালোচনার মুখে পড়ে তিনি বলতে বাধ্য হন যে, ট্রাম্প যা করছেন, যুক্তরাজ্য তা সমর্থন করে না। এবার যুক্তরাজ্যের বিরোধী দলগুলো টেরিজাকে আরো কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করার পাশপাশি তাকে যাতে ব্রিটেনে ঢুকতে না দেয়া হয়, সে ব্যবস্থা নিতে বলছেন।