শত্রুপক্ষের সামন্যতম 'ভুল পদক্ষেপ' দেখলেই তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। এমন মন্তব্য করেছেন দেশটির রেভলিউশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজদেহ। যুক্তরাষ্ট্রসহ অন্য যে কোন দেশের শত্রুতার জবাব দেওয়ার মতো সামর্থ্য আছে ইরানের বলেও মন্তব্য করেছেন ইরানের অপর এক পদস্থ কর্মকর্তা।
ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজদেহর উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শনিবার ইরানের সেমনান প্রদেশে রেভলিউশনারি গার্ডের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় উপস্থিত থেকে এমন মন্তব্য করেছেন হাজিজদেহ।
তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। শত্রুপক্ষ সামান্যতম ভুল পদক্ষেপ গ্রহণ করলেই তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান।’
এই কথার জের ধরে ইরানের পদস্থ সেনা কর্মকর্তা আহমাদ রেজা পোরদাস্তান বলেন, 'যুক্তরাষ্ট্র এবং অন্য যে কোন দেশের শত্রুতার জবাব দেওয়ার মতো সামরিক ক্ষমতা রয়েছে ইরানের।'