সংবাদমাধ্যমকে আবারও দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সংবাদমাধ্যমে যেসব নেতিবাচক খবর প্রচারিত হয়, এগুলোকে ভুয়া বলে অভিযোগ করেছেন তিনি।
আজ সোমবার তিনি একটি টুইটে বলেন, 'নির্বাচনের সময় এবিসি, এনবিসি, সিএনএন যেভাবে মিথ্যা সংবাদ প্রচার করেছিল, গণমাধ্যমগুলো এখনো তেমন নেতিবাচক বানোয়াট সংবাদ প্রচার করছে। দেশের জনগণ সীমান্তে নিরাপত্তা চায়।'
{loadtweets}url=828574430800539648{/loadtweets}
ঠিক এই টুইট পোষ্ট করার পরপরই আরেকটি টুইটেও তিনি সংবাদমাধ্যমকে নিয়েই লিখেছেন, 'তথ্য বিশ্লেষণের ওপর ভিত্তি করে আমি নিজেই নিজের সিদ্ধান্ত নেই, এটা সবাই জানে। কিছু বিষয়কে ছকে বাধতে মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করে।'
{loadtweets}url=828575949268606977{/loadtweets}
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাগোড়াই মিডিয়াকে শত্রুভাবাপন্ন অবস্থানে রেখে আসছেন। তিনি সাংবাদিক এবং সংবাদমাধ্যম নিয়ে এখন পর্যন্ত নানা ধরণের অভিযোগ এনেছেন।