ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র আটকে দিয়েছে দেশটির সেন্সর বোর্ড। ছবির তিনটি প্রধান বিষয় নিয়ে আপত্তি তুলে সেন্সর বোর্ড এই নিষেধাজ্ঞা দিয়েছে।
‘মোদি কা গাঁও’ নামের এই ছবিটিতে নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন তুষার এ. গোয়েল এবং সুরেশ ঝা। এছাড়া সুরেশ ঝা এটি প্রযোজনাও করেছেন।
সুরেশ ঝা গণমাধ্যমকে জানান, ছবিটি ১০ ফেব্রুয়ারি মুক্তি দেয়ার ইচ্ছা ছিলো। কিন্তু এখন কোনো উপায় দেখছি না। আমরা আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তা করছি।
এদিকে সেন্সর বোর্ড জানিয়েছে, ছবিটিকে ছাড়পত্র পেতে হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে অনাপত্তি পত্র সংগ্রহ করতে হবে। কারণ ছবিতে পাঁচটি রাজ্যের নির্বাচনের প্রসঙ্গ এবং নরেন্দ্র মোদির বেশ কয়েকটি ভাষণ ও ফুটেজ ব্যবহার করা হয়েছে।
তবে সুরেশ ঝা বলছেন, সেন্সর বোর্ড অনুমতি দেয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয় বা নির্বাচন কমিশন ছবিটি দেখে অনাপত্তি পত্র দেবে। এমন ব্যাপার তিনি আগে কখনোই দেখেননি।