মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী স্লোগানের মধ্য দিয়েই ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লব বার্ষিকী পালিত হলো আজ। দেশটির প্রতিটি র্যালিতে আজ এই স্লোগানের মধ্য দিয়ে ট্রাম্পকে ধিক্কার জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের বিপ্লব দিবস উপলক্ষে দেশটিতে আজ শুক্রবার হাজার হাজার র্যালি বের হয়। এসব র্যালিতে ট্রাম্পের ইরান বিরোধী নীতি-অবস্থানের নিন্দা জানিয়ে স্লোগান দেয়া হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, ট্রাম্পের হুমকিতে তারা মোটেও ভীত নন। তারা ট্রাম্পের নীতির পরোয়া করেন না।
মূলত প্রতিবছরই ইসলামি বিপ্লব বার্ষিকীর র্যালিতে ইরানের মুখ্য স্লোগান থাকে 'আমেরিকা নিপাত যাক ও ইসরাইল ধ্বংস হোক' শ্লোগানটি। কিন্তু এবছর কিছু নতুন স্লোগান যুক্ত হয়েছে। এসবের মধ্যে এবার র্যালিতে নতুন যে স্লোগান সবচেয়ে বেশি শোনা গিয়েছে তা হল- 'ভয় করি না হুমকি-ধমকি'।
তাছাড়া আজ র্যালিতে অংশ নেয়া ইরানী নাগরিকরা একটি ইশতেহার প্রকাশ করেছেন যেখানে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের এক নম্বর শত্রু। ইরান বিরোধী মার্কিন তৎপরতা মোকাবেলায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয় এই ইশতেহারে।