advertisement
আপনি দেখছেন

ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল মাইনরিটি (সংখ্যালঘু) কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাহ আতিফ আলি আল কাদরি বলেছেন, 'সনু নিগমের জন্য টাকা রেডি আছে, সে যদি সবগুলো শর্ত পুরোপুরি পূরণ করে তাহলেই তাকে ১০ লাখ টাকা দেয়া হবে।'

shah kadri india

গতকাল বৃহস্পতিবার কলকাতার এই মুসলিম নেতা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। কাদরি বলেন, 'সনু নিগম ন্যাড়া হয়েছে কিন্তু তাকে দেওয়া বাকি দুটি শর্ত এখনো পূরণ করেননি। তবে টাকা রেডি আছে। বাকি শর্তগুলো পূরণ না হলে সে টাকার দাবি করতে পারে না।'

কাদরি বলেন, 'পবিত্র আজান নিয়ে বিতর্কিত বক্তব্যের পর আমি সনুকে তিনটে শর্ত দিয়েছিলাম ১০ লাখ টাকার পুরস্কার দেয়ার জন্য। সেগুলো হলো, মাথা ন্যাড়া করে দিতে হবে, কমদামের পুরনো জুতোর মালা গলায় পরতে হবে এবং এক কোটি মুসলমানের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে। সনু নিগম প্রথম শর্ত পূরণ করেছেন সবগুলো করলেই টাকা হস্তান্তর করা হবে।'

sonu nigom no hair

মুসলিম এই নেতা বলেন, 'মসজিদের আজান, মন্দিরের ঘণ্টা, গুরুদ্বার কিংবা গির্জার শব্দ যদি কারো ভালো না লাগে তাহলে তার এই দেশেই থাকার দরকার নেই।'

গত সোমবার আজান নিয়ে বিরূপ মন্তব্য করেন সোনু নিগম। হিন্দু হয়েও তার কেনো আজানের শব্দে ঘুম ভাঙবে, এমন প্রশ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'আমার ধর্ম তো ইসলাম নয়। তাহলে মাইকে আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে? ধর্মকে জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে।' তিনি মসজিদের পাশাপাশি মন্দির এবং গুরুদুয়ারাতেও উচ্চ শব্দে মাইকের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন।