ভারতে কট্টরবাদী হিন্দু গো-রক্ষকদের হামলায় একটি নয় বছরের শিশু ও তার পরিবারের সদস্যরা আহত হয়েছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রেসি জেলায় এই ঘটনা ঘটেছে। গো-রক্ষকদের হামলায় আহত ওই শিশুটি একটি মেয়ে।
জম্মু-কাশ্মির পুলিশের প্রধান এসপি ভয়েড এই ঘটনায় নিবন্ধিত সাধারণ ডায়েরির বরাত দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যায় তালওয়ারা এলাকায় ওই পরিবারটি তাদের গৃহপালিত গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় গো-রক্ষকদের একটি দল পথ আটকে তাদেরকে লোহার রড দিয়ে পেটাতে থাকে।
হামলায় পরিবারের অন্যান্য সদস্যরা আহত হওয়ার পাশাপাশি নয় বছরের ওই কন্যা শিশুটিও মারাত্মকভাবে আহত হয়েছে। আহতরা জানান, তারা আমাদের মেরে নদীতে ভাসিয়ে দিতে চেয়েছিলো।
তবে গো-রক্ষকরা গরুর জন্য তাদের ওপর হামলা করলেও আক্রমণের পর তারা এই পরিবারটির ১৬টি গরুসহ ছাগল, ভেড়া ও গরুসহ সব পশু নিয়ে গেছে। এমনকি বাড়ির পালিত কুকুরটিকেও বাদ দেয়নি তারা।
এসপি ভয়েড জানান, এই ঘটনায় পাঁচজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।