advertisement
আপনি পড়ছেন

ভারতের হায়দরবাদের মক্কা মসজিদে বক্তব্য দিতে চান আয়াগারি শিম্ভুশিবা রাও নামের একজন শিখ। নিজের এই চাওয়া পূরণে মসজিদ কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন তিনি!

makka maszid hyderabad

মসজিদ ইসলাম ধর্মের উপসনালয়। ইসলাম ধর্ম অনুসারে অন্য ধর্মের কেউ মসজিদে প্রবেশ করতে পারবে না। তারপরও একজন শিখ হয়ে আয়াগারি কিভাবে এই আবেদন করলেন, তা নিয়ে বিস্মিত মসজিদ কর্তৃপক্ষ। তবে তারা তাকে না-ও করেননি।

আয়াগারি তার আবেদনে বলেছেন যে, তিনি রমজান মাসের প্রত্যেক শুক্রবার মক্কা মসজিদে বক্তব্য দিতে চান। তার বক্তব্যে কী থাকবে, সে বিষয়ে তিনি জানিয়েছেন, তিনি ইসলাম ধর্ম বিষয়ে ভালো ভালো কথা বলবেন। বিশেষ করে মোহাম্মদ সা. কে নিয়ে বক্তব্য দিবেন।

এই শিখের এমন আবেদনের কথা শুনে হায়দরাবাদের বহু মুসলমান তার উপর বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। তারা মনে করছেন, আয়াগারি বাজে কোনো উদ্দেশ্য নিয়ে এই আবেদন করেছেন।