যৌথভাবে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এবং তুরস্ক। ইতোমধ্যে আনুষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছে দেশ দুটি।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে ১৩তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প বিষয়ক মেলা। মেলা পরিদর্শনে গিয়ে তুরস্কের সাথে পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রী রানা তানভীর। আর তুরস্কের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।
চুক্তিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের কামরা অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে হেলিকপ্টার অ্যাসেম্বল কারখানা প্রতিষ্ঠা করা হবে। চুক্তি অনুযায়ী পাকিস্তান ৫২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রি করবে তুরস্কের কাছে।
মুসলিম প্রধান দুই দেশের চুক্তিতে নির্মিত এই টি-১২৯ হেলিকপ্টার মূলত হামলা ও গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করা যাবে। দিনে ও রাতে সব রকমের আবহাওয়াতেই উড়তে পারবে এটি। দুই ইঞ্জিন বিশিষ্ট এই হেলিকপ্টারে চড়তেও পারবে দুইজন।