সিরিয়ার আকাশে মার্কিন ও রুশ যুদ্ধবিমানের অনিচ্ছাকৃত সংঘর্ষ এড়িয়ে যেতে নতুন এক সমঝোতা চুক্তিতে সাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গত সপ্তাহে সিরিয়ায় আকাশে দু পক্ষের বিমান খুবই কাছাকাছি চলে আসায় এই চুক্তি সাক্ষরিত হলো।
পেন্টাগনের একজন মুখপাত্র জানান, সমঝোতা চুক্তিতে বিমান বাহিনীর সদস্যদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। ভুল করে যাতে একে অপরকে আক্রমণ করে না বসে তাই এই চুক্তি করা হলো। চুক্তি অনুযায়ী দুই দেশের সেনারা একটি হটলাইনের মাধ্যমে সবসময় যোগাযোগ রাখবে।
পেন্টাগনের মুখপাত্র পিটার ব্রুক জানিয়েছেন, চুক্তির শর্তসমূহ রাশিয়ার অনুরোধে অপ্রকাশিত রাখা হয়েছে। চুক্তিতে বিমান হামলা, তার লক্ষবস্তু ও গোয়েন্দা তৎপরতা নিয়ে কিছু বলা না হলেও দু’পক্ষই নিরাপদ দূরত্ব রাখার বিষয়টিতেই জোর দিয়েছে।
গত সপ্তাহে ইসলামিক স্টেটের অবস্থানের উপর হামলা চালানোর সময় রুশ ও মার্কিন বিমান পরস্পরের খুব কাছে চলে আসে। এরই সূত্র ধরে দু’পক্ষের মাঝে এই চুক্তিটি সাক্ষরিত হলো।
উল্লেখ্য, রাশিয়া সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে সিরিয়ার ইসলামিক স্টেটের অবস্থানের বিমান হামলা চালিয়ে যাচ্ছে।