advertisement
আপনি দেখছেন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে প্রায় অর্ধশত মুসল্লিকে হত্যাকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত উগ্রপন্থী শেতাঙ্গ ব্রেনটন টারান্ট পাকিস্তানে এসেছিল। গেল বছরের অক্টোবর মাসেই একজন পর্যটক হিসেবে সে পাকিস্তান ভ্রমণ করে।

brenton tarrent visit pakistan

শুক্রবার জুমার নামাজের সময় আল নুর মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর এলোপাথারি গুলি চালায় ব্রেনটন। এতে অন্তত ৪১ জন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়। ওই হামলা অনলাইনে সরাসরি প্রচারও করে সে।

প্রসঙ্গত, এদিন ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালানো হয়। উভয় হামলায় অন্তত ৪৯ নিহত ও ৪৮ জন আহত হয়েছে।

পাকিস্তানের উর্দু নিউজের বরাত দিয়ে সামা টিভির খবরে বলা হয়েছে, ২০১৮ সালের ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্রেনটন পাকিস্তান ভ্রমণ করে। এ সময় সে নগর ভ্যালি হোটেলে অবস্থান করেছিল।

ওই হোটেলের মালিক ইসরার আহমেদ উর্দু নিউজকে জানান, হোটেলে সে একাই উঠেছিল। তাকে ভদ্র লোক বলেই মনে হয়েছে তার।

আহমেদ বলেন, নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ব্রেনটন জড়িত- এ সংবাদ শোনার পর তিনি বিস্মিত হয়েছেন।

তবে পাকিস্তানে সে শুধু ভ্রমণ করতেই এসেছিল না কি অন্য কোনো উদ্দেশ্য ছিল সে সম্পর্কে কিছু বলা হয়নি।