advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 48 মিনিট আগে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিজনিত কারণে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগরোহ জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেনটানি অঞ্চল। সেখানে পাহাড় থেকে ভূমিধস হয়ে মাটি ও গাছপালা উপড়ে নদী ও নিচে থাকা বাড়িঘরের ওপর পড়েছে।

floods landscape in indonesiaইন্দোনেশিয়ায় বন্যা ও ভুমিধস

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত বাড়িঘরের ধ্বংসস্তুপ থেকে ৮৯ জনের মরদেহ এবং ১৪৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরও ৭৪ জন নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।

পাপুয়া মিলিটারি মুখপাত্র কর্নেল মুহাম্মাদ আইদি বলেন, সামরিক বাহিনীর সদস্য ও পুলিশসহ এক হাজার ৬০০ এর বেশি উদ্ধারকারী উদ্ধার কার্যে নিয়োজিত রয়েছেন। ভারী সরঞ্জামের অভাবে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে বলেও জানান তিনি। এপি, ইউএনবি।

sheikh mujib 2020