নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সংসদে দেয়া এক বক্তব্যে নিহত মুসলমানদের সম্মান জানাতে আসসালামু আলাইকুম বলে অর্থাৎ সালাম দিয়ে বক্তব্য শুরু করেছেন। তিনি বলেন, 'গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে যে সন্ত্রাসী হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিরুদ্ধে পরিপূর্ণ আইন প্রয়োগ করা হবে। শাস্তির আওতায় আনা হবে।'
মঙ্গলবার জাতীয় সংসদে সমবেদনামূলক ভাষণে জেসিন্ডা বলেন, 'আমি কখনো অস্ট্রেলিয়ার ২৮ বছর বয়সী ওই সন্ত্রাসীর নাম মুখে উচ্চারণ করতে চাই না। হত্যাযজ্ঞ চালিয়ে অস্ট্রেলিয়ার সেই হামলাকারী কুখ্যাতি অর্জন করতে চেয়েছিল। সে মূলত একজন সন্ত্রাসী। সে ক্রিমিনাল, সে চরমপন্থি। আমি বক্তৃতায় তার নাম মুখে নিতে চাই না।'
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সংসদে 'আসসালামু আলাইকুম' বলে বক্তৃতা শুরু করে মুসলমানদের কাছে জন্য শান্তির বার্তা পাঠান।
তিনি বলেন, 'ওই সন্ত্রাসীর নাম মুখে না নিয়ে যারা নিহত হয়েছেন তাদের নাম নিন। তাদের রুহের মাগফিরাত কামনা করেন।'
প্রসঙ্গত গত শুক্রবার জুমার নামাজের প্রাক্কালে ব্রেন্টন টেরেন্ট নামের এক সন্ত্রাসী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায়। এতে অন্তত ৫০ জন নিহত হন। এমন ঘটনার পর দিনটিকে নিউজিল্যান্ডের কালো দিন বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের অস্ত্র আইন বদলানোর পদক্ষেপ নেন।