advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 32 মিনিট আগে

মার্কিন প্রশাসন যখন গোটা বিশ্ব শাসনের স্বপ্ন দেখছে তখন দেশটির বেশিরভাগ নাগরিকই মনে করছে সামনের ৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে ওয়াশিংটন। পিউ রিসার্চ সেন্টারের চালানো নতুন এক মতামত জরিপে এমন তথ্য পাওয়া গেছে।

usa down

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১০ জন পূর্ণ বয়সী নাগরিকের মধ্যে ছয় জন মনে করেন, ২০৫০ সালের মধ্যেই আমেরিকা বিশ্বে প্রভাব হারাবে। মতামত প্রদানকারীরা মনে করেন, ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র স্বল্প গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে।

যুক্তরাষ্ট্রের সকল বর্ণ এবং গোত্রের মানুষ এমন ধারনা পোষণ করন। তবে জরিপে দেখা গেছে, যারা শ্বেতাঙ্গ এবং তুলনামূলক অধিকতর শিক্ষিত তাদের বেশিরভাগই মনে করেন আমেরিকা প্রভাব হারাতে যাচ্ছে।

জরিপে মার্কিন ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং সমর্থকদের মধ্যে ৬৫ শতাংশ এমন মত দিয়েছেন। আর রিপাবলিকানদের ৫২ শতাংশ মনে করেন প্রভাব হারাতে যাচ্ছে আমেরিকা।

সামনে কে প্রভাবশালী হবে এমন প্রশ্নে মার্কিন নাগরিকই মনে করেন সামনে চীনের প্রভাব ব্যাপকভাবে বাড়বে। মোটকথা ভোট প্রদানকারীদের অনেকেই মনে করছেন ৩০ বছরের মধ্যে আমেরিকাকে অনেকেই অতিক্রম করবে। পাশাপাশি আমেরিকার অর্থনীতি, জাতীয় ঋণ এবং স্বাস্থ্যখাতে ব্যয়সহ বিভিন্ন বিষয়ে দেশটির জনগণ হতাশা ব্যক্ত করেছেন।

sheikh mujib 2020