advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 12 মিনিট আগে

প্রভাবশালী গণমাধ্যম ডেইলি মেইল জানায়, গত বছর ‘মম চ্যালেঞ্জ’ নামে একটি অনলাইন গেম খুব জনপ্রিয় হয়। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন তারা সবচেয়ে বেশি এই গেমের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। একটা সময় ওই গেমটিকে অনলাইন দুনিয়া থেকে বিদায় করা হয়।

mom challenge game

কিন্তু গেমটি আবারও অনলাইনে হাজির হয়েছে বলে জানা গেছে। এবার প্রতিশোধের নেশা নিয়েই তার আবির্ভাব এমনটা জানিয়ে অবিভাবকদের সতর্ক করেছে পুলিশ। জানা যায়, ভাইরাল হওয়া ‘বেবি সার্ক’ ভিডিও এর সাথে এই গেম ঢোকানো হয়েছে।

তখন ‘মম চ্যালেঞ্জ’-এ দেখা গিয়েছিল, এই গেম যারা খেলতেন তাদের বিপজ্জনক কিছু কাজ করার নির্দেশনা দেয়া হতো। যা ছিলো প্রচণ্ডরকম ভয়াবহ। যার মধ্যে আত্মহত্যার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিলো। স্প্যানিশ পুলিশ বলছে, এবার ‘মম’ সংস্করণেও প্রচণ্ড হুমকি এবং ঝুঁকি দুটোই রয়েছে। আর এগুলো শিশুদের টার্গেট করেই তৈরি করা হয়েছে।

বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গেমসের বিষয়ে পুলিশ নানাভাবে অভিভাবকদের সতর্ক করতে চেষ্টা করছে। এই গেমের ক্ষতিগুলো বিভিন্ন মাধ্যমে তুলে ধরছেন।

sheikh mujib 2020