advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 15 মিনিট আগে

অবরুদ্ধ পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে অন্তত ১১ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

israeli soldiers take away palestanians

বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্দেহজনক জনপ্রিয় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে সেই কর্মকাণ্ডের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

তুর্কি গণমাধ্যম আনাদলু বলছে, তথাকথিত ওয়ান্টেড ফিলিস্তিনিদের ধরার নামে পশ্চিম তীর জুড়ে নিয়মিত অভিযান ও ব্যাপক হারে ফিলিস্তিনিদের আটক করছে ইসরায়েলি সেনারা।

এক হিসাব অনুযায়ী, প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দি আছেন। যার মধ্যে নারী, শিশু ও কয়েকজন সংসদ সদস্যও রয়েছেন।

অন্যদিকে, সোমবার জেরুজালেমের বেইত হানিয়া এলাকায় ইহুদি সেটলারদের একটি গ্রুপ ফিলিস্তিনিদের গাড়ি-ঘোড়ায় ভাংচুর চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তারা ফিলিস্তিনিদের বাড়ি-ঘরের দেয়ালে বর্ণবাদী স্লোগান প্রিন্ট করে লাগিয়ে দিয়েছে।

sheikh mujib 2020