advertisement
আপনি দেখছেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তার দেশ। আর এটা তুরস্কের জাতীয় সিদ্ধান্ত। আসছে জুলাইয়ের আগেই রাশিয়া এই প্রযুক্তি তুরস্কের কাছে হস্তান্তর করতে পারে বলেও জানান তিনি।

erdoan putin

এরদোয়ান বলেন, ‘আমরা বলতে চাই, প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সব কিছু প্রস্তুত। এস-৪০০ ক্ষেপণাস্ত্র জুলাইয়ে হস্তান্তরের কথা ছিল, এখন সেটা তার আগেই হতে পারে।’

মঙ্গলবার রাশিয়া সফর শেষে ফেরার পথে এরদোয়ান সাংবাদিকদের এসব কথা বলেন।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ বলেছে, প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বহিঃশত্রুর হুমকির কারণে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুরস্কের জাতীয় স্বার্থের জন্য, তৃতীয় কোনো দেশকে টার্গেট করার জন্য নয়।

সেই সঙ্গে তুরস্কের সার্বভৌম পছন্দের ব্যাপারে তৃতীয় কোনো দেশকে নাক গলানোর অনুমতিও দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘তুরস্ক একটি সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র এবং আমরা আমাদের নিজস্ব বিষয় কারো সাথে শেয়ার করব না।’

সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন এরদোয়ান।

sheikh mujib 2020