advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 32 মিনিট আগে

এবার বিজ্ঞানীরা ফিলিপাইনের একটি গুহায় নতুন প্রজাতির এক ধরনের মানুষের অস্তিত্বের সন্ধান পেয়েছেন, যারা ৫০ থেকে ৬৭ হাজার বছর আগে বাস করতো বলে মনে করা হচ্ছে। বিলুপ্ত এ প্রজাতিকে বলা হচ্ছে হোমো ইউজোনেনসিস।

homo luzonensis

গবেষকরা বলছেন, এই প্রজাতির মানুষের হাড়ের মধ্যে বর্তমান প্রজাতি ও একদম আদি প্রজাতির এক মিশ্রণ রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রাচীন যুগে আফ্রিকা ছেড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এসেছিল মানুষ।

বিজ্ঞান বিষয়ক জার্নাল ন্যাচার-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের কালাও গুহায় ওই প্রজাতির সন্ধান পাওয়া গেছে।

homo luzonensis philipines

বিজ্ঞানীরা বলছেন, হোমো ইউজোনেনসিসের সঙ্গে আধুনিক মানবজাতি হোমো সেপিয়েন্সের অনেক মিল রয়েছে। সেইসঙ্গে ২০-৪০ লাখ বছর আগের বানরসদৃশ মানুষের সঙ্গেও মিল রয়েছে তাদের।

গবেষকরা বলছেন, ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজনে ২০০৭ সাল থেকে যেসব দেহাবশেষের সন্ধান পাওয়া যায় তা বিশ্লেষণ করে এমনটা জানা গেছে।

sheikh mujib 2020