যুক্তরাষ্ট্রে যৌন সংসর্গে জিকা ভাইরাস ছাড়ানো খবর প্রকাশের পর এবার স্পেনেও পাওয়া গেল জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ। সম্প্রতি দেশটির স্বাস্থ্য বিভাগ একজন গর্ভবতী নারীর শরীরে জিকা ভাইরাসের নমুনা পাওয়া গেছে বলে সরকারকে নিশ্চিত করেছে।
তবে ওই মহিলা নাগরিক সম্প্রতি কলম্বিয়া সফর করে ফিরেছেন। ধারণা করা হচ্ছে, তিনি সেখান থেকেই এই ভাইরাস আক্রান্ত হয়ে এসেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাস আক্রান্ত ওই মহিলাটির মাধ্যমেই ইউরোপে এই প্রথম জিকা ভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত হলো।
তবে গত কয়েক মাসে শুধুমাত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ছোট আকারের মস্তিষ্ক নিয়ে চার হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও রোগটি এতোই দ্রুত ছড়াচ্ছে যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় এ বছর ৪০ লাখের মতো মানুষ এতে আক্রান্ত হতে পারে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতেই বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অপর দিকে ভাইরাসটির প্রতিষেধক তৈরি করে বাজারে ছাড়তে দশ বছর সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
আপনি আরো পড়তে পারেন
সোমালিয়ার আকাশে যাত্রীবাহী বিমানে গর্ত
আত্মসমর্পণ করবেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা!
যুক্তরাষ্ট্রে যৌন সংসর্গে ছড়াচ্ছে জিকা ভাইরাস!