সারা বিশ্বের ক্ষমতাধর শক্তিগুলোর হুমকি উপেক্ষা করে নতুন করে একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। একজন পদস্থ মার্কিন কর্মকর্তা রকেট ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, উত্তর কোরিয়ার ডংচাং-রি ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে গ্রিনিচ মান সময় বা জিএমটি ০০৩০টায় রকেটটি উৎক্ষেপণ করা হয়।
তবে পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, একটি উপগ্রহকে বহন করার কাজে এই রকেটটি ছোঁড়া হয়েছিলো।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, উপগ্রহ বহন করার অজুহাত দেখিয়ে প্রকৃতপক্ষে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, উৎক্ষেপিত রকেটটির পাল্লা ১০ হাজার কিলোমিটার। এর মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যে চলে এলো।
তবে মার্কিন ওই পদস্থ কর্মকর্তা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আমেরিকা বা তার মিত্রদের জন্য কোনোভাবেই হুমকি ছিল না বলে উল্লেখ করেছেন।
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই জাতিসংঘকে পিয়ংইয়ং’এর বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি এটিকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী এবং উস্কানিমুলক বলে অভিহিত করেন।