গত কয়েক সপ্তাহে ব্রাজিলের ভয়াবহ আতঙ্কের নাম জিকা ভাইরাস। ইতোমধ্যেে দেশটির অনেক মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। তবে এই আতঙ্কের মধ্যেও ব্রাজিলের কার্ণিভালে লাখো মানুষ অংশ নিচ্ছেন।
জিকা ভাইরাসের জন্য আতঙ্কের শহর রেসিফে'র রাস্তায় ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ সমবেত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। রঙ-বেরঙের পোশাক পড়ে দেশি-বিদেশি লাখো মানুষের পদচারণায় মুখরিত রিও ডি জেনেরিও।
তবে পর্যটন এবং দেশটির নাগরিকদের কাছে নামমাত্র লিফলেট বিতরণ করে নাম মাত্র দায় সারছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবিসির তথ্য মতে,কার্ণিভালটি ব্রাজিলের জন্য একটি পরীক্ষা মাত্র। যার মাধ্যমে যাচাই করা হচ্ছে জিকা ভাইরাসের কারণে অাগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমস বিমুখ হবেন কিনা পর্যটকরা।
তবে বুধবার পর্যন্ত অনুষ্ঠিতব্য কার্নিভাল চলাকালীন সময়ে এডিস মশা দমনে বিভিন্ন প্রতিষেধক এবং কার্যকরি পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল সরকার।