মুসলমানদের সম্পর্কে নেতিবাচক ধারনা দূর করতে আজ রোববার যুক্তরাজ্যে অমুসলিমদের জন্যে মসজিদের দুয়ার খুলে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে কিছুটা কাজ হতে পারে বলে ধারনা করছেন মুসলিম চিন্তাবিদরা।
মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন নামে ব্রিটেনের মুসলমানদের একটি সংস্থা দেশটির ৮০টিরও বেশি মসজিদে এই কর্মসূচি উদ্বোধন করেছে। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘ওপেন ডে’ কর্মসূচি।
মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন-এর একজন সদস্য জানান, বিশ্বজুড়ে ইসলামপন্থীদের দ্বারা বেশ কয়েকটি বড় ধরনের হামলা সংঘটিত হওয়ার কারণে ইসলাম ধর্মের ব্যাপারে মানুষজনের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে সে বিষয়ে তারা খুবই উদ্বিগ্ন। এর ফলে গত কয়েক বছরে ব্রিটেনে ইসলাম ধর্ম সম্পর্কে ভীতি বা ইসলামোফোবিয়া তৈরি হয়েছে। কোথাও কোথাও মুসলিমদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
ওপেন ডে কর্মসূচির মাধ্যমে অমুসলিমদের কাছে ইসলাম ধর্ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান ওই সদস্য। কীভাবে মুসলিমরা নামাজ পড়েন, প্রার্থণা করেন ইত্যাদি সব দেখার সুযোগ থাকবে। এছাড়া কেউ চাইলে মসজিদে গিয়ে শুধু চা-বিস্কিট খেয়েও চলে আসতে পারবেন।