advertisement
আপনি পড়ছেন

দ্বীপদেশ কলম্বিয়ায় জিকায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোষ জানিয়েছেন, কলম্বিয়ায় ২৫ হাজারের অধিক মানুষ জিকায় আক্রান্ত। এরমধ্যে সন্তান সম্ভবা প্রায় ৩ হাজারের অধিক নারী জিকায় আক্রান্ত। খবর বিবিসি ও রয়টার্সের।

brazil zika birth defects

রয়টার্স জানায়, আমেরিকা জুড়ে ডালপালা ছড়াতে শুরু করেছে এডিস মশাবাহিত জিকা ভাইরাস। ইতোমধ্যে ব্রাজিলসহ আমেরিকার প্রায় ২০টি দেশে জিকায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরিপ্রেক্ষিতে বিশ্বস্থাস্থ্য জরুরি অবস্থা জারি করে।

জিকায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন বলে শনিবার প্রথমবারের মতো স্বীকার করেছে কলম্বিয়া। শনিবার জনস্বাস্থ্য বিষয়ক এক টিভি অনুষ্ঠানে প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোষ জানান, কলম্বিয়ায় জিকায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২৫ হাজার ৬৪৫ জন। এর মধ্যে গর্ভবতী নারী ৩ হাজার ১৭৭ জন। আরো ৬ লাখ মানুষ জিকায় আক্রান্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে মশা নিধনের জন্য ব্যাপক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট।

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ি, জিকা ভাইরাসের ক্ষতিকর প্রভাবে পক্ষাঘাতগ্রস্থ হতে পারেন ১ হাজার মানুষ। তবে এখন পর্যন্ত জিকায় আক্রান্ত হয়ে দেশটিতে কোন ছোট মাথার শিশু জন্ম নেয়নি।

 

আপনি আরো পড়তে পারেন

তাইওয়ানে ধ্বংসস্তুপের নিচে এখনো আটক ১৩২ জন

অনলাইন বন্ধুত্বে বাড়ছে হয়রানি

এবার ইউরোপে প্রবেশ করলো জিকা ভাইরাস