জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিবেন। এই সময় তাঁর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর একটি সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মাহমুদ আব্বাসের সাথে সৌজন্য সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত করেছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মাহমুদ আব্বাস ও তাঁর সফরসঙ্গীরা শনিবার রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করবেন। তাঁরা বিমানবন্দরের বাইরে যাবেন না। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁদেরকে স্বাগত জানাবেন।
তিনি জানান, মাহমুদ আব্বাস ও তার সফরসঙ্গীরা জর্ডান থেকে জাপান যাওয়ার পথে বিমানের জ্বালানি সংগ্রহের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিবেন।