বাংলাদেশ থেকে কয়েক লাখ কর্মী নিবে মালয়েশিয়া- এমন খবর প্রকাশের একদিন পরই জানা গেলো উল্টো কথা। যে কোনো দেশের কর্মী নেয়া আপাতত বন্ধ করে দিয়েছে দেশটি। শুক্রবার মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সংবাদ মাধ্যমে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেন।
কর্মী না নেয়ার সিদ্ধান্ত নেয়ার একদিন আগেই বাংলাদেশের সঙ্গে কর্মী নেয়ার চুক্তি স্বাক্ষর করে মালয়েশিয়া। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম ও মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রিউট আনাক।
চুক্তির মাত্র একদিনের মধ্যেই মালয়েশিয়া ঠিক কী কারণে যে কোনো দেশের কর্মী নেয়া বন্ধ করলো, সে বিষয়ে কিছু জানা যায়নি।
মালয় উপপ্রধানমন্ত্রী সরকারের সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেন, ‘অবিলম্বে এখনই মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নেয়া বন্ধ করে দিলো।’ এই সিদ্ধান্ত কতোদিন পর্যন্ত বহাল থাকবে, সে বিষয়ে কোনো রকম ইঙ্গিত দেয়নি মালয়েশিয়া।