ইউরোপীয় ইউনিয়নকে আরো শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী করতে যুক্তরাজ্যকে 'বিশেষ মর্যাদা' দিতে সম্মত হয়েছে সংস্থাটি।ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেন, ব্রাসেলসে গুরুত্বপূর্ণ বৈঠকের পর, কয়েকটি সংস্কারের ব্যাপারে সমঝোতা হয়েছে। সব দেশ এ বিষয়ে সম্মতি দিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলছেন, সমঝোতার ফলে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে 'বিশেষ মর্যাদা' পাচ্ছে। নতুন মর্যাদার ফলে ইউনিয়নের নিয়মনীতির বাইরে গিয়েও কাজ করতে পারবে ব্রিটিশ কর্তৃপক্ষ।
তবে যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দিতে সংস্থাটির কয়েকটি ধারায় পরিবর্তন আনছে। যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দেয়ার পর নতুন সমঝোতা অনুসারে, অভিবাসীদের সংখ্যা বেশি হলে নতুন অভিবাসীদের ক্ষেত্রে ৭ বছর কল্যাণ ভাতা দেয়া বন্ধ করতে পারবে যেকোন দেশ।
জানা যায়, প্রথমে 'ইংলিশ ব্রেকফাস্ট' টেবিলে আলোচনা শুরু হয়ে পরে সেটি 'ইংলিশ ব্রুঞ্চ', এরপর 'ইংলিশ লাঞ্চ' এবং সবশেষে 'ইংলিশ ডিনারে' গিয়ে শেষ হয়। মি. ক্যামেরুন শনিবার প্রস্তাবটি ব্রিটিশ ক্যাবিনেটে তুলবেন। যুক্তরাজ্য ইউনিয়নে থাকবে কি না, তার সিদ্ধান্ত হবে গণভোটে। ২০১৭ সালের জুনের মধ্যেই গণভোট হয়ে যাওয়ার কথা।