মার্কিন বিমান বাহিনী তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-৩-এর পরীক্ষা চালিয়েছে। মিনিটম্যান-৩ দূরপাল্লায় পরমাণু বোমা বহনে সক্ষম।
আমেরিকার ক্যালিফোর্নিয়া পরমাণু উৎক্ষেপণ কেন্দ্র থেকে নতুন এ ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষার জন্য আমেরিকা এমন পরীক্ষা চালায়। আমেরিকা বলছে মিনিটম্যান পরমাণু বোমা বহনে পুরোপুরি প্রস্তুত।
মার্কিন বিমান বাহিনীর ৩০তম স্পেস উইং কমান্ডার কর্নেল জে. ক্রিস্টোফার মস জানান, মিনিটম্যান অস্ত্রবিহীন একটি ক্ষেপণাস্ত্র। যা দেশটির লস আঞ্জেলেসের ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে ছোড়া হয়। তবে কারিগরি সমস্যার জন্য উৎক্ষেপণে একটু দেরি হয়েছে। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল বিমানঘাটি থেকে ৪২০০ কিলোমিটার দূরের আটলান্টিক মহাসাগরের মার্শাল দ্বীপ।
সাধারণত ভেন্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে মার্কিন বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে। পরীক্ষাটির মাধ্যমে মিনিটম্যান-৩ আরো নিখুঁত হয়ে উঠবে বলে আশা মার্কিনিদের। মিনিটম্যান-৩ ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ১৩,০০০ কিলোমিটার দূর পর্যন্ত বোমা বহন করতে পারে।
আপনি আরো পড়তে পারেন
সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ অর্ধশত নিহত
ভারতের হরিয়ানায় চলছে বিক্ষোভ, নিহত ১২
বাশার আল আসাদ: যুদ্ধবিরতিতে রাজি, তবে …