advertisement
আপনি দেখছেন

ইন্ডাস্ট্রিতে ‘ড্রামা কুইন’ হিসেবেই বেশি পরিচিত তিনি। কখনও অদ্ভুত ভিডিও শেয়ার করে লাইমলাইটে থাকতে চান, আবার কখনও বা নিজের বিয়ের খবর নিয়ে নানা হাঙ্গামা করে বেড়ান সোশ্যাল মিডিয়ায়। তিনি হলেন রাখি সবন্ত।

rakhi wawat

সম্প্রতি তিনি দাবি করলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার শ্বশুর মশাই!

ভারতীয় গণমাধ্যমের খবর- কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় রাখির বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। মিডিয়া জিজ্ঞাসা করতে তিনি জানান, না বিয়ে তিনি করেননি। ফটোশুটের জন্য ও রকম সেজেছিলেন।

কিন্তু পরে আবার নিজেই জানান, তিনি বিয়ে করেছেন। তার স্বামী প্রবাসী, মার্কিন যুক্তরাষ্ট্রে বাস। নিজে সিঁদুর-মঙ্গলসূত্রে সেজে ইনস্টাগ্রামে ছবি দিলেও এখন পর্যন্ত তার স্বামীকে জনসমক্ষে নিয়ে আসেননি রাখি। তবে তিনি যে নতুন বিবাহিত জীবনে বেশ খুশি, সে কথা বার বারই বিভিন্ন লাইভে বলেছেন।

খবরে বলা হয়েছে, সম্প্রতি রাখির ভাইয়ের সিনেমা লঞ্চের এক সাংবাদিক বৈঠকে তাকে জিজ্ঞাসা করা হয়, ‘বিয়ে করলেন, অথচ রিসেপশন পার্টি দেবেন না?’ রাখি তৎক্ষণাৎ উত্তর দেয়,‘চারিদিকে এত মূল্য বৃদ্ধি। আর তা ছাড়া আমার রিসেপশন তো মোদিজি (ভারতের প্রধানমন্ত্রী) আয়োজন করবেন।’

শুধু তাই নয়, যেহেতু তার স্বামী প্রবাসী ভারতীয় তাই রাখির দাবি, সেই সুবাদে ট্রাম্প নাকি এখন তার শ্বশুরমশাই!

রাখির ওই মন্তব্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। আবারও ট্রোলের শিকার তিনি।