advertisement
আপনি দেখছেন

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। স্থানীয় সময় শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লিন লান্সফোর্ড এ তথ্য নিশ্চিত করেন।

plane crash 1পিলাটাস পিসি-১২, ফাইল ছবি

ল্যান্সফোর্ড জানান, ১২ জন আরোহী নিয়ে পিলাটাস পিসি-১২ নামের বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেইন বিমানবন্দর থেকে আইডাহো ফলস রিজিয়ন এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা করে। খারাপ আবহাওয়ার কবলে পড়লে ব্রুল কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়।

সাউথ ফলসের আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রতি ঘন্টায় এক ইঞ্চি তুষারপাতে ১ মাইল পর্যন্তও দেখতে কষ্ট হচ্ছে। এর কারণেই এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রুল কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রসো জানান, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহতদের স্যু ফলসে চিকিৎসা দেয়া হচ্ছে।