advertisement
আপনি দেখছেন

আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ 'মীর মাহমুদ সাহেব মসজিদ'। ১১০ বর্গফুট আয়তনের এ মসজিদটি 'জিন মসজিদ' নামেই বেশি পরিচিত। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দারাবাদে অবস্থিত এ মসজিদর স্বীকৃতির খবর সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

mir mahmud shaheb mosqueমীর মাহমুদ সাহেব মসজিদ

কুতুবশাহী স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হিসেবে মসজিদটি হায়দারাবাদের মীর আলম লেকের কাছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে। ছোট এই মসজিদটির দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ৯.২ ফুট। একসঙ্গে মাত্র ৫ জন মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। তবে অযত্নের কারণে ভগ্নপ্রায় মসজিদটিতে এখন আর নামাজ পড়া হয় না।

মেহরাবের আদলে তৈরি জিন মসজিদটি একটি খিলানের ওপর ভর করে সমতল থেকে ৫৩০ মিটার উপরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। মসজিদটিতে দুটি মিনারও রয়েছে।

ঐতিহাসিকরা জানান, ১৬ শতকে গোলাকুন্ডা রাজ্যের সুলতান ছিলেন কুতুবশাহী আব্দুল্লাহ কুতুব শাহ। তার আমলে মধ্যপ্রাচ্যের ইরাক থেকে সুফি মীর মাহমুদ এ রাজ্যে আগমন করেন। বিখ্যাত এই সুফি-সাধকের নামেই পাহাড় ও মসজিদটির নামকরণ করা হয়। বর্তমানে স্থাপত্যশৈলীর এ নিদর্শনটি যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।