advertisement
আপনি দেখছেন

কুড়িগ্রাম জেলার উলিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় আন্তর্জাতিক পিলারের ১০৫২ (২এস) কাছে এ ঘটনা ঘটে। তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় জানা যায়নি।

bsf fire

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র মতে, শুক্রবার সকালে ভারতীয় ওই নাগরিক বাংলাদেশের সীমান্তের ডিগ্রির চরের চুলকানির খাল এলাকার জিরো লাইনের দেড়শ’ গজ ভারতীয় অংশে কাঁটাতারের কাছে যান। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিকের লাশ নিয়ে যায়।

কর্নেল এসএম আজাদের ভাষ্যমতে, ‘নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানতে পেরেছি। সে জিরো লাইনে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আমরা বিষয়টি নিয়ে বিএসএফ-এর সাথে বৈঠকে বসার আহ্বান জানিয়েছি।’ ইউএনবি।