advertisement
আপনি দেখছেন

গর্ভবতী নারীদের একটু বিশেষভাবেই আদর-যত্ন করতে হয়। তাদের যেন কোন অসুবিধা না হয়, সেটাও খেয়াল রাখতে হয় সবসময়। তবে এবার এক গর্ভবতী স্ত্রী জন্য মন জয় করে নেয়া এক অবিশ্বাস্য কাণ্ডই করে বসলেন চীনের এক স্বামী।

husband become human chair

সম্প্রতি সাউথ চীনা মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সিচুয়ান প্রদেশের একটি হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন এক স্বামী। সেখানে চিকিৎসকের কক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় তার স্ত্রী। কিন্তু তার বসার জন্য কোন চেয়ার খুঁজে না পেয়ে এক পর্যায়ে স্বামী নিজেই হয়ে গেলেন 'মানব চেয়ার'।

এ ঘটনার একটি ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, চিকিৎসকের কক্ষের বাইরে দাঁড়িয়ে আছেন ওই দম্পতি। পিছনেই চেয়ারে বসে মোবাইল টিপছে অনেকে। কিন্তু কেউ উঠে গিয়ে ওই গর্ভবতীকে বসতে না দেওয়ায় তার স্বামীই মেঝেতে বসে পড়ে এবং স্ত্রীকে পিঠের উপর বসায়।

ঘটনার ভিডিওটি ওই হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে। তবে ওই দম্পতির নাম পরিচয় প্রকাশ করেনি চীনা সংবাদমাধ্যমটি।