advertisement
আপনি দেখছেন

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে শুক্রবার স্থলমাইন বিস্ফোরণে তিন শিশু নিহত এবং চারজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা’র প্রতিবেদনে বলা হয়, স্থলমাইনটি দারা প্রদেশের নাসিব শহরে বিদ্রোহীদের ফেলে যাওয়া অস্ত্রের অবশিষ্টাংশ।

mine blastফাইল ছবি

শুক্রবার শহের তাল কামুর এলাকায় ওই শিশুরা খেলতে থাকাকালীন স্থলমাইনটির বিস্ফোরণ ঘটে। 

পূর্বের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলো থেকে মাইন অপসারণে সরকারি প্রচেষ্টার মধ্যেই স্থলমাইন বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছেন।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২০১৯ সালের শুরু থেকে স্থলমাইন বিস্ফোরণে ৬৬ শিশুসহ মোট ২৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউএনবি।