advertisement
আপনি দেখছেন

দেশ চালাতে পুরুষদের পরিবর্তে নারীদেরকেই এগিয়ে রাখলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দাবি করলেন, পৃথিবীর সবকটা দেশ পরিচালনার দায়িত্ব নারীদের হাতে তুলে দেয়া গেলে বিশ্বের সার্বিক উন্নতি হতো।

obama talkবারাক ওমাবা

বিবিসি জানায়, ওবামা ফাউন্ডেশনের কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সিঙ্গাপুরে ‘লিডারশিপ’ বা নেতৃত্ব নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারীরা একেবারে নিখুঁত বা নির্ভুল নন, তবে নিঃসন্দেহে তারা পুরুষদের থেকে অনেক ভালো।

দায়িত্বে থাকাকালীন পুরো বিশ্বটাই নারীরা শাসন করলে কেমন হতো তা নিয়ে তিনি গভীরভাবে ভেবে দেখেছেন বলে জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

তিনি নিশ্চিতভাবে বলেন, শুধুমাত্র ২ বছর যদি সবগুলো রাষ্ট্র নারীশাসিনে চলতো, তাহলে জীবনযাত্রার মানসহ সবক্ষত্রেই উন্নতি দেখা যেতো।

আবারো কখনো রাজনীতির মাঠে তাকে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়মতো সব নেতারই উচিত নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো।

তিনি বলেন, বিশ্বের দিকে তাকালে দেখতে পাবেন, বয়স্কদের নেতৃত্ব থেকে না সরাটাই সব সমস্যার মূল। সবাই একটা কাজের জন্যে পদাসীন হন, কিন্তু সারাজীবন থাকার জন্যে না।

আলোচনায় রাজনৈতিক মেরুকরণ এবং সামাজিক মাধ্যমগুলোতে ভুয়া খবর ছড়ানো নিয়েও কথা বলেন তিনি।

২০০৮ সালে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা।

sheikh mujib 2020