advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 27 মিনিট আগে

ইসরায়েলের ইহুদিদের উগ্রবাদী সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

ihudi pelestain teroristইহুদিদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান ফিলিস্তিনের

বিবৃতিতে ইসরায়েলের ‘পেইং দ্যা প্রাইস’ এবং হিলস ইয়্যুথ’ নামে দুটি উগ্রবাদী গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে, যারা এসব সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। 

বিবৃতিতে বলা হয়, ইহুদিদের হামলার কারণে স্থানীয় ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে গেছে। তারা পানির লাইন এবং সড়কগুলো ধ্বংস করে দিচ্ছে। তাদেরকে ইসরায়েলের সেনাবাহিনী, পুলিশ এবং কথিত বিচার বিভাগ সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তাই এসব উগ্রবাদী ইহুদিদের ওপর আন্তর্জাতিক ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় ফিলিস্তিন।

ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, এসব ইহুদিরা নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। তাদের এমন কর্মকান্ড সাম্প্রতিককালে লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 

sheikh mujib 2020