advertisement
আপনি দেখছেন

জার্মানিতে বন্দুকধারীর হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই জন। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রট আম জে শহরে এ ঘটনা ঘটে।

shooting germany

পুলিশের মুখপাত্র রুডল্ফ বিলমায়ার জার্মানির প্রচারমাধ্যম এনটিভিকে বলেছেন, ‘আমার কাছে থাকা তথ্য বলছে, হামলায় ছয় জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন৷’’

হামলাকারী একজন জার্মান নাগরিক এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি৷

পুলিশের ওই মুখপাত্র বলেন, হতাহতদের মধ্যে কয়েকজন একই পরিবারের সদস্য৷

ডয়চে ভেলে বলছে, স্থানীয় সময় দুপুর পৌনে ১টার সময় রট আম জে শহরের একটি ভবনের কাছে এই ঘটনা ঘটে৷ রট আম জে শহরটি ফ্রাঙ্কফুর্ট থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত৷

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে জার্মানির হালে শহরের একটি সিনাগগের কাছে একজন উগ্র ডানপন্থীর গুলিতে দুই জন নিহত হয়েছিলেন৷

এর আগে ২০১৬ সালের জুলাই মাসে মিউনিখের একটি শপিং মলে এক কিশোর গুলি করে নয় জনকে হত্যা করেছিল৷

sheikh mujib 2020