advertisement
আপনি দেখছেন

তিন দিনের সফরে পাকিস্তান গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আজ সোমবার ইসলামাদে পাকিস্তানি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

guteres un pakistan

এ ছাড়া একই দিন পাকিস্তান ও ইরান কর্তৃক আফগান শরণার্থীদের আশ্রয় দেবার ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে ইসলামাবাদে এক বিশেষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

এর আগেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শরণার্থীদেরকে আশ্রয় দিতে বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

প্রসঙ্গত, জাতিসংঘের তথ্য আনুসারে ৪৬ লক্ষ আফগান শরণার্থী এখনো দেশটির বাইরে বসবাস করছেন। এর মধ্যে ৯০ শতাংশকে আশ্রয় দিয়েছে পাকিস্তান ও ইরান।