সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩৪ তুর্কি সেনার দায় নেবে না রাশিয়া। শুক্রবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। খবর এবিসি নিউজ।
গতকাল সিরিয়ার ইদলিব প্রদেশে বিমান হামলায় ৩৪ তুর্কি সেনার সদস্য নিহত হয়। আহত হয়েছে ৫০ এর অধিক সেনা সদস্য। এ হামলার পর তুরস্ক দাবি করে, সিরিয়ার আকাশে সিরীয় বিমানের পাশাপাশি রাশিয়ার বিমানও ছিল। সেসব বিমান থেকে কিছু বোমাও ফেলা হয়।
তবে তুরস্কের এমন অভিযোগ নাকচ করেছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে তুর্কি সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এ ঘটনায় রাশিয়ার কোনো বিমান অংশ নেয়নি। সিরিয়ার বিমান ওই হামলাগুলো করেছে। হতাহতের ঘটনার জন্য তুর্কি সেনারাই দায়ী। কারণ তারা ওই হামলা সম্পর্কে রাশিয়াকে কিছুই জানায়নি। যদি তারা তাদের অবস্থান সম্পর্কে আমাদের জানাতো তাহলে হয়তো এতো ক্ষয়ক্ষতি হতো না।
এতে আরো বলা হয়, রাশিয়ার কাছে এ ঘটনার খবর আসার পরপরই ব্যবস্থা নেয়া হয়েছে। যার কারণে তুর্কি সেনারা সেখান থেকে সরে যেতে পেরেছে।