advertisement
আপনি দেখছেন

নরেন্দ্র মোদির প্রশংসায় ডোনাল্ড ট্রাম্পের মুখে খই ফুটছে। আহমেদাবাদের পর দেশে ফিরেও মুখর হলেন মোদি বন্দনায়। গত শনিবার দক্ষিণ ক্যারোলিনায় জনসভায় বক্তৃতা করেন ট্রাম্প। ভারত সফরে কীভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে, তা উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের কথায়।

intro trump modi 2

তিনি বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলাম। দুর্দান্ত মানুষ। ভারতের মানুষ তাকে ভালোবাসেন।'

এখানেই অবশ্য থামেননি ট্রাম্প। মোদিকে প্রশংসা করার কোনো সুযোগই ছাড়েননি তিনি। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্টের কথায়, 'তাদের (ভারতীয়দের) একজন দুর্দান্ত নেতা আছেন। এই দেশের মানুষের জন্য তাদের ভালোবাসা রয়েছে। সত্যিই সার্থক হয়েছে (ভারত) সফর।'

অবশ্য রাজনৈতিক মহলের দাবি, ট্রাম্পের এই মোদি স্তুতির পেছনে আসল কারণ হলো বছর শেষের নির্বাচন। প্রবাসী ভারতীয়দের মধ্যে যে মোদির প্রভাব রয়েছে, তা ভালো করেই জানেন ট্রাম্প। সেজন্যই মোদির নামে একেবারে প্রশংসার ঝাঁপি উপুড় করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।