মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। তার রাজনৈতিক দল ইউএমএনও’র প্রেসিডেন্ট ড. আহমেদ জাহিদ হামিদির বিরুদ্ধেও উঠেছিল দুর্নীতির অভিযোগ। এ নিয়ে কুয়ালালামপুরে মামলাও চলছিল। কিন্তু নতুন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের দায়িত্ব নেওয়ার পর পরই ওই মামলা স্থগিত হয়ে গেছে।
জানা যায়, ইয়াসিনের খুব ঘনিষ্ঠ জাহিদ হামিদি। আজ সোমবার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর পরই কুয়ালালামপুর আদালত তার বিরুদ্ধে চলা দুর্নীতি মামলা স্থগিত করেছে।
স্থানীয় অনলাইন গণমাধ্যম দ্য স্টার বলছে, ইয়াসিন নতুন মন্ত্রিসভা গঠন করবেন। যার কারণে তিনি ইউএমএনও’র প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
এদিকে, গতকাল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শপথ নেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। দেশটির প্রভাবশালী এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।